চোটের কারণে লম্বা সময়ের জন্য জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরতি সফরের দলেও নেই বিশ্বের সেরা এই অলরাউন্ডার। এই মুহূর্তে নির্বাচনি প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার মাঝেই আবার দুবাইয়ে উড়াল দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
জানা গেছে, আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ করতেই তার এই সফর। শনিবার দুবাইয়ে পৌঁছেছেন তিনি। সেখানে কয়েকদিন থাকার কথা রয়েছে। ফটোশুটে অংশ নিলেও চলমান আসরে সাকিব খেলছেন না। মূলত আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন। আপাতত ডাগআউটে বসে দলের সতীর্থদের উৎসাহ, অনুপ্রেরণা জোগাবেন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
0 Comments