সর্বশেষ

6/recent/ticker-posts

স্বপ্নে বিভোর এক তরুণের গল্প।

 নাম মোহাম্মাদ জিছান, বয়স ২২। দেশের বাইরে যাওয়ার লালিত স্বপ্ন নিয়ে জিছান নামের এই তরুণ  সংগ্রামকরে যাচ্ছে। বয়স  অল্প হলেও স্বপ্ন তার আকাশছোঁয়া। নেজের দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে, এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সে ইউরোপে যেতে চায়। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, তেমনি তার রয়েছে দেশের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। এ লক্ষ্যে সে প্রতিনয়ত নিজেকে গড়ছে। ইংলিশ কোর্স কমপ্লিট করতে তার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাকে কোন বাধাই আটকাতে পারে না।  কারণ তার মাঝে রয়েছে নিজের প্রতি নিজের প্রতিজ্ঞা। 


কিভাবে আসল তার মাঝে এমন কঠোর প্রতিজ্ঞা? 

২০১৯ সালে চাঁদপুর, কচুয়া থেকে ঢাকায় আসা, অপরিচিত পরিবেশের সাথে শত কষ্ট স্বত্তেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা। মায়ের হাতের মজাদার খাবারের স্বাদ ভুলে ঢাকার মত কঠিন যায়গার পরিবেশের অমূখরোচক খাবার খেতে নিজেকে অভ্যস্ত করা। 

তার একটাই লক্ষ্য জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে যত কষ্টই হোক সে করে যাবে। কোন বাধায় তাকে টলাতে পারবেনা। 


ভবিষ্যত পরিকল্পনা। 

তার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে দেশের বাইরে ভালো কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করা। 


পারসোনালিটি

নাম ঃ মোহাম্মাদ জিছান। 

বয়স ঃ ২২ বছর। 

তার বাবা মা ও তার পরিবার এবং প্রিয় মানুষ ভালোবাসার কমতি নেই তার জীবনে। তাই তাদের জন্য সে প্রয়োজনে নিজের জীবনও বাজি রাখতে পারে। 


সবাই তার উজ্জ্বল ভবিষ্যত জন্য দোয়া করবেন। 

Post a Comment

0 Comments