কিভাবে আসল তার মাঝে এমন কঠোর প্রতিজ্ঞা?
২০১৯ সালে চাঁদপুর, কচুয়া থেকে ঢাকায় আসা, অপরিচিত পরিবেশের সাথে শত কষ্ট স্বত্তেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা। মায়ের হাতের মজাদার খাবারের স্বাদ ভুলে ঢাকার মত কঠিন যায়গার পরিবেশের অমূখরোচক খাবার খেতে নিজেকে অভ্যস্ত করা।
তার একটাই লক্ষ্য জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে যত কষ্টই হোক সে করে যাবে। কোন বাধায় তাকে টলাতে পারবেনা।
ভবিষ্যত পরিকল্পনা।
তার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে দেশের বাইরে ভালো কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করা।
পারসোনালিটি
নাম ঃ মোহাম্মাদ জিছান।
বয়স ঃ ২২ বছর।
তার বাবা মা ও তার পরিবার এবং প্রিয় মানুষ ভালোবাসার কমতি নেই তার জীবনে। তাই তাদের জন্য সে প্রয়োজনে নিজের জীবনও বাজি রাখতে পারে।
সবাই তার উজ্জ্বল ভবিষ্যত জন্য দোয়া করবেন।
0 Comments