এবার এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এই কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে গান গেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনি। তাদের সাথে যোগ দিয়েছেন টেলর সুইফট। শুধু তাই নয় এই গানে দেখা আরো দেখা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
আর তারা সবাই মিলে গেয়েছেন অরিজিত সিংয়ের মাস্টারপিস গান ‘চান্না মেরিয়া’।
ইন্সটাগ্রামে ওই গানটি পোস্ট করেছেন ডিজে এমআর (অমরজিৎ সিং)। আর এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরমধ্যেই ২ কোটি ১০ লাখ বারের বেশি দেখা হয়েছে।এই গানে আরো দেখা গেছে আদনান সামি, আতিফ আসলামকেও। আছেন রাহাত ফতেহ আলি খান ও জুবিন নাউটিয়ালও।
ইন্সটাগ্রামের পোস্টে ১০ লাখ লাইক পড়েছে। আর ব্যবহারকারীরা চেয়েছেন গানটির পুরো ভার্সনটি।
0 Comments