সর্বশেষ

6/recent/ticker-posts

মনোনয়নপত্র বাতিল, ফেসবুকে মাহির জেদ!


 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরমও তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এই চিত্রনায়িকা। সেখান থেকেও ছিটকে পড়েন তিনি।

আজ রবিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। কারণ হিসেবে তিনি তুলে ধরেন- এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগ।

তবে হাল না ছাড়ার দলে মাহি। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তিনি আপিল করবেন। কারণ, তার কাছে সকল তথ্য-প্রমাণ রয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনেও অংশ নিবেন বলে জানান এই চিত্রনায়িকা।

মাহি বলেন, ‘যে গ্রাউন্ড থেকে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তা খুবই নগণ্য বিষয়। আমার কাছে সঠিক কাগজপত্র আছে। আমি নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আমার বিশ্বাস, আপিলে আমি আমার মনোনয়নপত্র সঠিক বলে রেজাল্ট পাবো।’

তিনি আরও বলেন, ‘আমার মনোনয়নপত্র বাতিল হোক একটি শ্রেণী চায়, এরজন্য এরা সব চেষ্টাই করে যাচ্ছে। তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেব। আগে আপিল করি।’

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়ার কিছুক্ষণ পরই এক ফেসবুক পোস্ট দেন মাহি। তার কথায়, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনও একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ। আমিও করতে পারি, এটা প্রমাণ করার জেদ।’

Post a Comment

0 Comments