নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন স্মরণীয় হয়ে থাকল নাজমুল হোসেন শান্তর জন্য। প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতেও দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তার দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ। নাজমুল অপরাজিত আছেন ১৯৩ বলে ১০৪ রান করে।
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। যেখানে সব বাংলাদেশি টেস্ট অধিনায়ককে ছাড়িয়ে গেলেন শান্ত। এর আগে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি আর কেউ।উল্লেখ্য, নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর নিজেদের প্রথম ইনিংস নিউজিল্যান্ড শেষ করতে পেরেছিল মাত্র ৭ রানের লিড নিয়ে, ৩১৭ রানে তারাও অলআউট হয়ে যায়। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করেছে টাইগাররা। লিড নিয়েছে ২০৫ রানের।
0 Comments