সর্বশেষ

6/recent/ticker-posts

সিইসিকে পাঠানো চিঠিতে কী লিখেছেন ইইউ রাষ্ট্রদূত

 



প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গত বুধবার লেখা এক চিঠিতে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি জানান, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে পরামর্শ, উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়নের লক্ষ্যে একটি নির্বাচনী অনুসন্ধানী মিশন পাঠাতে ইইউকেআমন্ত্রণ জানানো হয়েছিল। গত ৬ থেকে ২২ জুলাই ওই মিশন বাংলাদেশ নির্বাচন কমিশসহ বেশ কিছু অংশীদারের সঙ্গে মতবিনিময় করেছে। আলোচনার জন্য ইইউ রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান।

ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, অনুসন্ধানমূলক মিশনের সুপারিশের ভিত্তিতে এবং ২০২৩-২০২৪ সালের জন্য ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বাজেট বিবেচনায় নিয়ে হাইরিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল পূর্ণ মাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর যে শর্ত আছে সেগুলো বাংলাদেশে এখন বা যখন নির্বাচন হবে তখন পূরণ হবে কি না তা স্পষ্ট নয়। এ বিষয়টি ইইউর হাইরিপ্রেজেন্টেটিভের সিদ্ধান্তের মধ্যে প্রতিফলিত হয়েছে।

ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত সত্বেও ইইউ বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো সাপেক্ষে নির্বাচনী পর্যবেক্ষণ প্রক্রিয়ার অন্যান্য বিকল্প পথ অনুসন্ধান করছে। এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত শিগগিরই যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।

চিঠির শেষ অনুচ্ছেদে ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইইউ সব ধরনের প্রচেষ্টাকে উত্সাহিত করে যাচ্ছে। তিনি এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের উদ্যোগেরও সাফল্য কামনা করেন।

Post a Comment

0 Comments